নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন বাঁকুড়ার কোতুলপুরের লাউগ্ৰামে

7th July 2020 10:41 pm বাঁকুড়া
নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন বাঁকুড়ার কোতুলপুরের লাউগ্ৰামে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : করোনা আবহের মধ‍্যেই নাবালিকা মেয়ের বিয়ের ঠিক করেছিল পরিবার । মাধ‍্যমিক পরীক্ষার্থী ১৬ বছর বয়সী মেয়ের পাত্র বর্ধমানের । অবশেষে সেই খবর পৌঁছায় প্রশাসনের কানে । তড়িঘড়ি প্রশাসনিক কর্তারা হাজির হয়ে নাবালিকার বিয়ে বন্ধ করে দিলেন বাঁকুড়ার কোতুলপুর থানার লাউগ্ৰামে । মেয়ের বাবা ও দাদুর কাছ থেকে মুচলেকাও আদায় করা হয় । ১৮ বছর বয়স না হলে কোনোভাবেই বিয়ে দেবেন না তারা বলে লিখিত স্বীকারোক্তি দেন তারা । নাবালিকার বিয়ে দিলে কি ধরনের ক্ষতি হতে পারে সে বিষয়েও সকলকে বোঝান প্রশাসনিক কর্তা সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস‍্যরা । নাবালিকার পড়াশোনার ইচ্ছা পূরনে প্রশাসন সবরকমের সহায়তা করবে বলে ও জানানো হয় । নাবালিকা নিজেও পড়াশোনা করতে চায় বলে জানিয়েছে । ব্লক প্রশাসন , কোতুলপুর থানা , কন‍্যাশ্রী ক্লাব , স্বেচ্ছাসেবী সংগঠন সকলেই ওই নাবালিকার পাশে থেকে পরিবারের পাশে থেকে সাহায্যে র আশ্বাস দিয়েছেন । 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।